গাজী মামুন (ভূলইন প্রতিনিধি)
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাংলাদেশের মানুষের জাতীয় জীবনে এক গৌরবোজ্জ্বল দিন। লাখো শহীদের জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতার এ বছর মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি তথা সূবর্ণ জয়ন্তী। এ দিনটিকে স্মরণ করে শুক্রবার ২৬ শে মার্চ বিকেল ৩ টায় লালমাই উপজেলার ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুর রহিম চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরান কবির এর সঞ্চালনায় পরিচালিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাস্টার জয়নাল আবেদীন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগ সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা আওয়ামীলীগ সদস্য আবুল কাশেম আর্মি, সাংগঠনিক সম্পাদক আবদুল মমিন মজুমদার।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম, মাইন উদ্দিন মানিক, কবির হোসেন, যুবলীগ সদস্য মোশারফ হোসেন, কুদরত উল্লাহ। ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সোহাগ মজুমদার, ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনি, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক অমিত ভূঁইয়া প্রমুখ।