-২১শে জুন শনিবার লালমাই উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে বাগমারা বাজার ও ভুশ্চি বাজার এলাকায় বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে মোট ১৩,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
ইউএনও হিমাদ্রি খিসা জানান,
বাগমারা বাজারে লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, অতিরিক্ত যাত্রী পরিবহন এবং যানজট সৃষ্টির অভিযোগে ৫ জন চালককে সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিভিন্ন ধারায় মোট ৭,৫০০ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, ভুশ্চি বাজারে দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শনে অনিয়ম ও নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে তিনজন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ক) ধারায় যথাক্রমে ২,০০০ ও ৪,০০০ টাকা জরিমানা করা হয়।
আরো পড়ুনঃ