-মোঃ নাছির আহাম্মেদ(আজকের লালমাই)
– বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চলছে এতে কর্মহীন হয়ে পড়েছে হাজারো মানুষ কুমিল্লা জেলা লালমাই উপজেলায় কর্মহীন মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে অনেক সেচ্ছাসেবী, রাজনৈতিক, সামাজিক সংগঠন।
তারই ধারাবাহিকতায় লালমাই উপজেলার হতদরিদ্র ঘর বন্দি মানুষের সবজি চাহিদা মিটাতে প্রবাসী বৃহত্তর কুমিল্লা আওয়ামী ফোরাম সৌদিআরব এর পক্ষ থেকে
ভ্রাম্যমাণ ফ্রি কাঁচাবাজারের সবজি বিতরণ করেছে লালমাই উপজেলা ছাত্রলীগ নেতারা।
এই সময় ছাত্রলীগ নেতাদের পিকআপ নিয়ে গ্রামে গ্রামে ঘুরে অসহায় মানুষদের সবজি বিতরন করতে দেখা যায়।