লালমাইয়ে প্রথম করোনা ভ্যাকসিন নিলেন ইউএনও নজরুল ইসলাম।

নাফিউ জামান

 

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির অংশ হিসেবে লালমাই উপজেলায়ও এর উদ্বোধন হয়েছে। লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম নিজে ভ্যাকসিন গ্রহণ করে এই কর্মসূচির উদ্বোধন করেছেন।আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) বাগমারা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনা ভ্যাকসিন প্রদান কেন্দ্রে উপস্থিত হয়ে তিনি এই ভ্যাকসিন গ্রহণ করেন।

এরপর একই স্থানে লালমাই থানা পুলিশ সদস্য, স্বাস্থ্য কর্মকর্তা সহ মোট ২০ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেন।

ভ্যাকসিন গ্রহণ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, লালমাই উপজেলার চেয়ারম্যান আবদুল মালেক বি.কম, বাগমারা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আর এম ও ডাঃ আনোয়ার উল্লাহ, গাইনী বিশেষজ্ঞ ডাঃ দিলদার সুলতানা স্বপ্না ,ডাঃ সোহাগ চক্রবর্তী, লালমাই থানার সেকেন্ড অফিসার বলাই দেবনাথ ,লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইউনিভার্সেল কামাল, উপ সহকারী মেডিকেল অফিসার রবিউল আলম, সিনিয়র স্টাফ নার্স সখিনা আক্তার,ফেরদৌসী বেগম, নিউজ বিবিসি বাংলার প্রতিনিধি আনোয়ার হোসেন,বাংলাদেশ প্রতিদিন পত্রিকার লালমাই প্রতিনিধি প্রদীপ মজুমদার সহ প্রমুখ।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১