বিশেষ প্রতিনিধি : আজ ২১শে ফেব্রুয়ারী লালমাই উপজেলার প্রথম নিবন্ধিত সংগঠন লালমাই প্রেস ক্লাবের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপন করা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে আজ রবিবার সকালে লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার এর নেতৃত্বে লালমাই প্রেস ক্লাবের সদস্যদের উপস্থিতিতে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে অধ্যক্ষ আবুল কালাম মজুুমদার মহিলা কলেজ সংলগ্ন শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানান সাংবাদিক নেতারা।
পরে লালমাই প্রেস ক্লাবের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন উপলক্ষে আলোচনা সভা, ভাষা শহীদদের প্রতি এক মিনিট নিরবতা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
উপস্থিত নেতারা বলেন, লালমাই প্রেস ক্লাব হবে সত্যের ধারক বাহক, যেখানে হলুদদের কোন স্থান নেই, লালমাই প্রেস ক্লাবের থাকবে সকল দলের ও মতের লোক, যারা মুক্তিযুদ্ধকে অন্তরে ধারণ করে। নেতারা লালমাই প্রেস ক্লাবের সফলতা কামনা করেন।
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন বলেন, লালমাই উপজেলার লালমাই প্রেস ক্লাব একটি আলোকিত সংগঠন, যেখানে সকল সাংবাদিক এক সাথে হয়ে কাজ করবে, লালমাই প্রেস ক্লাব হবে পরিশ্রমী সাংবাদিকদের মিলনস্থল।
অনুষ্ঠান শেষে সভাপতির বক্তব্যে লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার বলেন, লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকাল থেকে আজ অবদি লালমাই উপজেলার সকল রাজনৈতিক, সামাজিক সংগঠন, সাধারণ জনগনের ভালবাসায় আজকে তৃতীয় বছর অতিক্রম করছে, আমরা আগামি দিনেও সত্য ও সুন্দরের সাথে থেকে লালমাই উপজেলাকে একটি মডেল হিসেবে উপস্থাপন করবো।
তিনি আরো বলেন, লালমাই প্রেস ক্লাব এর অবকাঠামো সহ সকল বিষয়ে সময়োপযোগী একটি গণমাধ্যম কর্মীদের কেন্দ্রস্থল হবে-লালমাই প্রেস ক্লাব, ইনশাআল্লাহ। মন্ত্রী মহোদয়ের স্বপ্ন, লালমাই উপজেলাকে একটি রোল মডেলে পরিচিতি করে তোলা, উনার স্বপ্নের বাস্তবায়নের পাশে থাকবে লালমাই প্রেস ক্লাব। তাই লালমাই উপজেলার সকল সাংবাদিককে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সকল বাঁধা বিপত্তির উর্দ্ধে উঠে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা এবং সকল সাংবাদিকদের একটি প্লাটফর্মে ঐক্যবদ্ধভাবে থাকার জন্য অনুরোধ করে বক্তব্য শেষ করেন।