সিলেটে সড়ক দুর্ঘটনায় লালমাইয়ের বুলবুল নিহত!

-জামাল হোসেন: মৌলভীবাজারের কুলাউড়ায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্থানীয় বিদ্যুৎ উপকেন্দ্রে কর্মরত ২ কর্মী নিহত হয়েছেন।
রবিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের লুয়াইউনি চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের বাড়ি  কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়ন কালোরা গ্রামের মাষ্টার মাকসুদুর রহমানের মেঝো ছেলে বুলবুল  আহমেদ(৪২)।
নিহত অপর ব্যাক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার ফখর উদ্দিন (২৫)।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রবিবার বিকেলে বুলবুল ও ফখরউদ্দিন অফিসের কাজে মোটরসাইকেলযোগে মৌলভীবাজার যাচ্ছিলেন। পথিমধ্যে মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের ব্রাহ্মণবাজারের লুয়াইউনি চা বাগান এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস নিহতদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁরা নিহত হন।

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম বলেন, দুর্ঘটনায় নিহত দু’জনই কুলাউড়া বিদ্যুৎ উপকেন্দ্রে চাকরি করেন। বাসটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পরপরই চালক ও তার সহযোগী পালিয়ে গেছে। নিহতদের আত্মীয়-স্বজনের সঙ্গে আলাপ করে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বুলবুল আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মন্নান মনু।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১