অধ্যক্ষ ধর্মরক্ষিত মহাথেরো স্মরণে মহাসংঘদান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

প্রয়াত পন্ডিত ধর্মরক্ষিত মহাথেরো স্মরণে মহাসংঘদান ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ জানুয়ারী বৃহস্পতিবার কুমিল্লা ঠাকুরপাড়া বাগানবাড়ির কনক স্তুপ বৌদ্ধ বিহারে প্রয়াত পন্ডিত ধর্মরক্ষিত মহাথেরোর তিরোধানের ৭ম দিন স্মরণে এ মহাসংঘদান ও স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়।

ভান্তের শিষ্য অস্ট্রেলিয়া বাসী বাবু প্রজ্ঞানন্দের আর্থিক সহায়তায় ও বিহারের দায়ক-দায়িকাদের সার্বিক সহযোগীতায় এবং কুমিল্লা ও নোয়াখালির বৌদ্ধ জনগোষ্ঠীর অংশগ্রহণের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সুষ্ঠ ও সুন্দর ভাবে সম্পূর্ন হয়। স্থানীয় গন্যমান্য ব্যক্তিত্ব সহ চট্রগ্রাম ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক বৌদ্ধ ভিক্ষুর সমাগম হয়। প্রয়াত পন্ডিতের অন্তেষ্টিক্রিয়া জাতীয় ভাবে সম্পূর্ন করার লক্ষে একটি বিশেষ কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক, ভারত – বাংলা প্রখ্যাত সংঘ মনীষা,গবেষক ও বহু গ্রন্থ প্রণেতা, কুমিল্লা কনকস্তুপ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্মরক্ষিত মহাথেরো গত ১৫ জানুয়ারী মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১