মাসুদ রানা:
আজ ৬ই মে বুধবার কুমিল্লা ১০ নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য বিশ্বসেরা অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ লোটাস কামালের নিজস্ব তহবিল থেকে ১০ হাজার অসহায় দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। উক্ত খাদ্যসামগ্রী বিতরন কার্য উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজর মীর ও কুমিল্লা জেলার পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরাফাত, কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সিনিয়র সদস্য ও লালমাই উপজেলা আ’লীগের সভাপতি আবদুল হামিদ বিএ, লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক বিকম, কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক আবদুল মমিন মজুমদার, মাননীয় অর্থমন্ত্রীর একান্ত সচিব ও লালমাই উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক কে এম সিংহ রতন,
সদর দক্ষিণ ও লালমাই সার্কেলের সহকারি পুলিশ সুপার প্রশান্ত পাল,
লালমাই থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আইয়ুব, লালমাই উপজেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক আবু কাশেম, উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন, প্রবাস বাংলা পত্রিকার সম্পাদক ও সদর দক্ষিণ উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন অপু, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ নেতা ও কুমিল্লা সরকারি কলেজের সাবেক ভিপি আবদুল আল শাহীন, লালমাই উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আয়াতউল্যাহ, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক কাজী মেহেদী হাসান বাপ্পি, সদর দক্ষিণ ও লালমাই উপজেলা যুবলীগের আহবায়ক এম এ মোতালেব, সদর দক্ষিণ ও লালমাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুদ্দিন পাপ্পু, যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভূট্টো, স্বেচ্ছাসেবক লীগ নেতা আক্তার হোসেন পারভেজ, যুবলীগ নেতা শিমুল, মোহন, ছাত্রলীগ নেতা হান্নান মিয়াজী প্রমুখ।
জানা যায়, আজ লালমাই উপজেলায় ৩ হাজার প্যাকেট বিতরন হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার নাঙ্গলকোট উপজেলায় ৪ হাজার প্যাকেট ও পরের দিন শুক্রবার সদর দক্ষিণ উপজেলায় ৩ হাজার প্যাকেট ত্রাণ বিতরন করা হবে। প্রতি পরিবারের জন্য চাউল ১০ কেজি, আলু ২ কেজি, তেল ১ লিটার, মশাসরির ডাল ১ কেজি, চনাবুট ১ কেজি, চিনি ১ কেজি, ট্যাং ১ প্যাকেট, পেয়াজ ১ কেজি, সাবান ১ টা ও সেমাই ১ কেজি। সবশেষে কুমিল্লা জেলা প্রশাসক বলেন, দেশের এই সংকট মূহুর্তে বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাহেবের নিজস্ব তহবিল থেকে যে খাদ্যসামগ্রী দিচ্ছে তার জন্য ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, আর কুমিল্লাতে যদি কেউ খাদ্য সংকটে পড়েন তাহলে আমাদেরকে বলবেন আমরা আপনাদের পাশে আছি। পুলিশ সুপার বলেন, আপনাদের সকলকে বলবো ঘরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন। আপনাদের প্রয়োজনে আমরা বাহিরে আছি, সরকার কর্তৃক যে নির্দেশনাগুলো আছে, সেগুলো মেনে চলুন। কে এম সিংহ রতন বলেন, ১০ নির্বাচনী এলাকার সকল মানুষের পাশে আমরা আছি, মাননীয় অর্থমন্ত্রী মহোদয় আছেন, যে কোন প্রয়োজনে আমাদেরকে বলবেন আমরা আপনাদের পাশে দাঁড়াবো।
আরো পড়ুনঃ