-মোঃ নাছির আহাম্মেদ।
শুভ জন্মদিন লালমাই প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক একুশে সংবাদ পত্রিকার সম্পাদক ড. শাহজাহান মজুমদার এর শুভ জন্মদিন আজ। আজকের এই দিনে এক শুভ ক্ষণে কুমিল্লায় লালমাই উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের জামিরা গ্রামের এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন এক আলোকিত শিশু। আর সেই শিশুটি আজকের স্বনামধন্য সাংবাদিক ও সকলের প্রাণপ্রিয় ড. শাহজাহান মজুমদার।
তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাস্টার্স ও কলকাতা থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
ছাত্রজীবন থেকেই বিভিন্ন পত্রিকায় লেখালেখির সাথে সম্পৃক্ত ছিলেন তিনি।
সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন সফল উদ্যোক্তা হিসেবে সুপরিচিত ।
পেশাগত কাজে এরই মধ্যে দেশের প্রায় বিভিন্ন জেলা উপজেলা চষে বেড়িয়েছেন। সবসময় ইতিবাচক মানসিকতা পোষণ করেন এই সাংবাদিক ও উদ্যােক্তা। অল্প বয়সে সাফল্যের পেছনের সূত্র মনে করেন ‘ইতিবাচক থাকা’কে। দেশকে নিয়ে প্রচন্ড আশাবাদী তিনি। সমৃদ্ধ এবং উন্নত এক দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেন ড. শাহজাহান মজুমদার।
তিনি বলেন,
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা একজন সাংবাদিকের গুরুদায়িত্ব। কোন কোন সংবাদ কখনও মানুষকে হাঁসায়, কখনও কাঁদায়, কখনও করে আশাবাদী এবং কখনও করে আশাহত। কিন্তু দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় নিয়োজিত থেকে আমি ব্যক্তিগতভাবে যতটুকু অনুধাবন করতে পেরেছি, তা হচ্ছে হাঁসি-কান্না, আর আশা-নিরাশার মাঝে দু’বেলা দুমুঠো খেয়ে আপনজনদের পাশে থেকে একটুখানি হাঁসির ঝলক থেকে নিজেকে ধন্য করা।
কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজম্ম, তথা ভবিষ্যৎ যুব সমাজের প্রতি সুদৃষ্টি দিয়ে তাকালে দেখা যায়, তারা আজ বেকারত্বের করালগ্রাসে নিমজ্জিত। তাদের হাতে উঠেছে অস্ত্র, হয়েছে তারা মাদকাশক্ত, নারী সমাজ হচ্ছে লাঞ্ছিত, আর সামাজিক শান্তি হচ্ছে বিঘ্নিত।
তাই অধিক জনবহুল সম্বলিত একটি ছোট্র ভূখন্ডে এতটুকু শান্তি খুঁজে পেতে হলে আমাদের বেকার যুব সমাজকে যুবশক্তিতে রূপান্তর করতে হবে। যার ফলে তাদের হাতে উঠবে না অস্ত্র, হবে না তারা মাদকাশক্ত, নারী সমাজ হবে না লাঞ্ছিত, তবেই সমাজে বয়ে আসবে অনাবিল আনন্দ ও খুশির পোয়ারা।
আর সে অভিষ্ট্য লক্ষ্যে পৌঁছতেই আমার পথচলা। সে আলোকে তরুনদের নিয়ে বিভিন্ন কার্যক্রম ও প্রচার-প্রচারনার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করে কিছুটা হলেও আমাদের পথভ্রষ্ট যুবসমাজকে যুবশক্তিতে রূপান্তর করে বাংলার ঘরে ঘরে আলোকবর্তিকা এনে দেয়া। তাহলেই অধিক জনসংখ্যায় সম্বলিত ভূখন্ডটি জনশক্তিতে রূপান্তরিত হয়ে সারা বিশ্বকে জানান দেবে “আমরাও পারি”।
আরো পড়ুনঃ