নাফিউ জামান নাফিজ (বার্তা সম্পাদক)
দেশজুড়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে স্তব্ধ হয়ে গেছে মানুষের জীবন যাত্রা। সোনালী ধানে ফসলের মাঠ ভরে উঠলেও ফসল ঘরে তুলতে আর্থিক ও শ্রমিক সংকটে ভুগছে কৃষকরা।সেই সংকট কাটাতে কৃষকের পাশে দাঁড়িয়েছে লালমাই উপজেলা ছাত্রলীগ। ধান তোলায় বিপাকে পড়া ওইসব কৃষকের সহযোগী হয়ে মাঠে নেমেছে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।উপজেলার বিভিন্ন ইউনিয়নে দল বেঁধে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে তারা।
করোনা ভাইরাস সংক্রমণের কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কুমিল্লা জেলাকে লকডাউন করা হয়েছে।আর এপ্রিল থেকে মে মাস হলো বোরো ধান তোলার সময়।দেশের খাদ্যের বড় যোগান আসে এই বোরো ধান থেকে।লকডাউনের ফলে অন্যান্য জেলা থেকে শ্রমিক আসতে না পারায় ধান তুলতে বিপাকে পড়ে কৃষকরা।এই দুঃসময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান।
প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আজ ০১ মে (শুক্রবার) রোজা রেখে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শান্ত’র নেতৃত্বে ৪০ শতক, বাগমারা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মামুন মজুমদারে নেতৃত্বে ৪৮ শতক,ভুলইন উত্তর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইফতেখার অমিত ভূঁইয়ার নেতৃত্বে ৪০ শতক ধান কেটে দেয়া হয়।
ধান কাটা প্রসঙ্গে উপজেলা ছাত্রলীগের নেতারা বলেন,দুর্দিনে ছাত্রলীগ মানুষের পাশে সবসময় থাকে।এটাই ছাত্রলীগের বৈশিষ্ট্য।করোনা মোকাবেলায় লালমাই উপজেলা ছাত্রলীগ সবসময় মানুষের সাথে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
আরো পড়ুনঃ