লালমাই প্রতিনিধিঃ
কুমিল্লার লালমাইয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির নামে লোটাস পল্লী কমপ্লেক্সের শুভ সূচনা করেছে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম ও স্থানীয় জনগণ। লোটাস পল্লী কমপ্লেক্সে রয়েছে, মসজিদ, বহুমুখী মাদরাসা, এতিমখানা, পাঠাগার, গণকবরস্থান, ঈদগাহ ও খালের পাড়ে দৃষ্টি নন্দন বিনোদন কেন্দ্রসহ নানা আয়োজন। কুমিল্লার কৃতি সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিশ্ব সেরা অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপির শৈশবের স্মৃতি বিজড়িত দুতিয়াপুর, চেঙ্গাহাটা, দত্তপুর গ্রামের যে মেঠোপথ দিয়ে বাগমারা উচ্চ বিদ্যালয়ে যেতেন, যে স্থানে বসে বিশ্রাম নিতেন সেই জায়গাতেই গড়ে উঠছে দৃষ্টি নন্দন লোটাস পল্লী কমপ্লেক্স। লোটাস পল্লীর প্রতিষ্ঠাতা ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এবং বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম বলেন, এই অঞ্চলের দলমত নির্বিশেষে যে বন্ধন তা ২০০৬ সালে কুমিল্লা ১০ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান অর্থমন্ত্রী ও সংসদ সদস্য আহম মুস্তফা কামাল, এফসিএ কে সেনা সমর্থিত সরকার অন্যায় ভাবে গ্রেপ্তার করেছিল সে সময় শুরু হয়। গ্রেপ্তারের পর অত্র অঞ্চলের সর্বস্তরের জনগণ দলমত ভুলে একজন সৎ মানুষ, নিরহংকার, জনদরদী নেতার জন্য কান্নায় ভেঙ্গে পড়ে ও রাজপথে মুক্তির জন্য আন্দোলন করে। সেই থেকে উনাকে স্মরনীয় করে রাখতে একটি লোটাস পল্লী করার স্বপ্ন লালন করছেন ইউপি চেয়ারম্যান আবুল কাসেম ও স্থানীয় জনতা। লোটাস পল্লীতে রয়েছে একটি বড় গণকবর স্থান, যেখানে ধনি-গরিব সবাইকে বিনা খরচে কবর দেওয়া হবে, অত্যাধুনিক পাঠাগার ও প্রকাশনার কাজ চলছে, যেখানে অর্থমন্ত্রীর জীবনী, সফলতা, শিক্ষা, মানুষের প্রতি ভালবাসাসহ নানা বিষয়ের বই সংরক্ষণ ও প্রকাশনা করা হবে। লোটাস পল্লীর পাশে বিনোদনের জন্য একটি দৃষ্টি নন্দন লেক থাকবে। যেখানে সকল বয়সের মানুষ স্বাস্থ্য সুরক্ষায় হাটতে ও নির্মল বাতাস গ্রহন করতে পারবে। সুবিশাল মসজিদ নির্মাণের কাজ শেষ হয়েছে। এতিম খানা ও ঈদগাহ নিমার্ণের কাজ শুরু হওয়ার পথে। এতিমদের জন্য থাকবে থাকা-খাওয়া ও বিনামূল্যে শিক্ষা গ্রহনের ব্যবস্থা।। ইসলামী শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা রাখবে বহুমুখী এই মাদরাসা।