ধর্ষণ চেষ্টার অভিযোগে জুতাপেটা,এইবার ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার জয়

-আজকের লালমাই ডেস্কঃ-
যৌন নিপীড়নের দায়ে কুমিল্লা দক্ষিণ জেলা শাখার ছাত্রলীগ সহ-সভাপতি জয়নাল আবেদিন জয়কে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ ছাত্রলীগ। আজ ২৫ আগষ্ট কেন্দ্রীয় নির্বাহী সংসদ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,সংগঠনের নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকালাপে জড়িত থাকায় জয়নাল আবেদিন জয় ( সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, কুমিল্লা দক্ষিণ জেলা শাখা) কে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা শাখার ছাত্রলীগ সভাপতি আবু তৈয়ব অপি তার ফেসবুক আইডিতে একটি পোস্ট শেয়ার করেন।পোস্টে তিনি বহিস্কারাদেশ সংবলিত প্রেসবিজ্ঞপ্তি দিয়ে লেখেন,”বাংলাদেশ ছাত্রলীগ কারো ব্যক্তিগত দায় ভার বহন করবে না,সেই সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই ঘৃণিত কাজের জন্য তাকে শাস্তির আওতায় আনা হোক”।

উল্লেখ্য, নিজেকে ছাত্রলীগ নেতা,ডাক্তার,সাংবাদিক সহ বহু পদের অধিকারী পরিচয় দেয়া জয় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়ন করার সময় হাতেনাতে স্থানীয় জনগণ আটক করে। পরে গ্রাম্য সালিশে স্থানীয় আওয়ামী লীগ নেতা তাকে জনসম্মুখে জুতা পেটা করে।জুতাপিটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত তা ভাইরাল টপিকে পরিণত হয়।সাধারণ জনগণ তার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১