বাগমারায় ইয়াবা “ডেলিভারি বয়” আটক!

-কুমিল্লার লালমাইয়ে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের হোম ডেলিভারি দেওয়ার সময় মেহেদী হাসান রাব্বি (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি) ইয়াবাসহ হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এহসান মুরাদ তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে বাগমারা দক্ষিণ ইউনিয়নের বলিপদুয়া গ্রাম থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে তিন পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

মেহেদী ভুলইন উত্তর ইউনিয়নের হাজতখোলা গ্রামের আলমগীর হোসেনের ছেলে। 

লালমাই থানার সহকারী উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, মেহেদী দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন বাসা-বাড়িতে ইয়াবা হোম ডেলিভারি দিচ্ছিল। ইয়াবা ট্যাবলেট হোম ডেলিভারি দিতে গেলে তাকে আমরা হাতেনাতে আটক করা হয়।

নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হয়ে মাদক বিক্রেতা ও সেবনকারীদের ধরে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিতে সবার প্রতি আহ্বান জানিয়ে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এহসান মুরাদ বলেন, মেহেদী ইয়াবা সেবন ও হোম ডেলিভারি দেওয়ার কথা আদালতে স্বীকার করেছেন।

সুত্র:- কালের কন্ঠ

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১