-আজকের লালমাই ডেস্ক:-
লালমাই উপজেলার বাগমারা বাজার এলাকায় যানজট নিরসন এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে আজ বুধবার (৪ জুন) মোবাইল কোর্ট পরিচালনা করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা।
অভিযানে লালমাই উপজেলা প্রশাসনের পাশাপাশি বিআরটিএ কুমিল্লা জেলা অফিস, লালমাই হাইওয়ে থানা পুলিশ ও লালমাই থানা পুলিশ সমন্বয় করে অংশ নেয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া যানবাহন চালানো এবং সরকারি বিধিনিষেধ অমান্য করে মহাসড়কে ঝুঁকিপূর্ণভাবে যান চলাচলের দায়ে ১০ জন চালককে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ ও ৮৯(২) ধারায় মোট ৪৩,০০০ (তেতাল্লিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন লালমাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার, বিআরটিএ-এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. ফারুক আলম এবং মোটরযান পরিদর্শক জনাব সাইফুল ইসলাম।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে এবং নিরাপদে সড়ক ব্যবহার করতে পারেন।
আরো পড়ুনঃ