-গাজী মামুন(লালমাই)
কুমিল্লা লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুর এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমাই থানা পুলিশ।
আটককৃতরা হলেন- উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুর ওরসান আলীর বাড়ির সফিকুর রহমানের ছেলে মোঃ আউয়াল হোসেন (২৭) এবং একই ইউনিয়নের সৈয়দপুর উত্তরপাড়া মোল্লা বাড়ির আবদুল গফুরের ছেলে মোঃ মানিক (২৫)। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত বলে জানা যায়।
শুক্রবার (২ জুন) রাত অনুমান সাড়ে ১১ টার দিকে লালমাই থানার রাত্রিকালীন মোবাইল ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সৈয়দপুর ওরসান আলীর বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়কালে মোঃ আউয়াল হোসেনের দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করে এসআই সাখাওয়াত হোসেন ও এএসআই গিয়াস উদ্দিন।
এ ব্যাপারে লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) হানিফ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানা এলাকায় রাত্রিকালীন ডিউটি চলাকালে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে। থানা এলাকায় মাদকের বিরুদ্ধে চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আরো পড়ুনঃ