বাগমারা চেঙ্গাহাটায় তুচ্ছ ঘটনায় কাজী মিজানের হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ

 

লালমাই প্রতিনিধি :
কুমিল্লার লালমাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর সকালে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের চেঙ্গাহাটার মনা মিয়ার ছেলে শরিফুল ইসলামের জমিতে ঘাস কাটে ওই গ্রামের মৃত ফজর আলীর ছেলে শরবত আলী।
শরিফুল ইসলামের মা মোছনা বেগম শরবত আলীকে কিছু না বলে প্রতিবেশী মৃত ইউনুছের ছেলে কাজী মিজানুর রহমানকে অকথ‍্য ভাষায় গালিগালাজ করে। এই নিয়ে উভয় পরিবারের মধ্যে কথা কাটা কাটি হয়। একইদিন রাত ৯টার সময় শরিফুল ইসলাম ও তার দলবল নিয়ে কৌশলে মোবাইলে ডেকে এনে বিবাহ রেজিস্টার করার কথা বলে কাজী মিজানকে বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদের সামনে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে।
এতে কাজী মিজানুর রহমানের বাম হাত ভেঙে যায় ও শরীরের বাম অঙ্গ পিটিয়ে জখম করে। তার সঙ্গে থাকা সদর দক্ষিন উপজেলার হরেশপুর গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে আবুল কালাম কেও পিটিয়ে আহত করে। আহত মিজান ও কালামের কাছ থেকে ৮০ হাজার টাকা এবং ২ টি দামী মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেছে ভুক্তভোগী।
অভিযুক্ত শরিফুল ইসলামের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
এব‍্যাপারে শরিফুল ইসলাম বলেন, আমি মাদক ব্যবসার সাথে জড়িত নই, আমার নামে কোন মামলা নেই। আহতের ঘটনা জানতে চাইলে তিনি দুই জনের মধ্যে হাতাহাতির কথা স্বীকার করেন।
আহত মিজানের চিকিৎসা শেষে মামলা করার প্রস্ততি চলেছে বলে তিনি জানান।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১