বাগমারা তালুকদার ইন্টারন্যাশনাল স্কুলে অভিভাবক সমাবেশ!

-খোরশেদ আলম সংগ্রাম (আজকের লালমাই ডেস্ক)

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা তালুকদার ইন্টারন্যাশনাল স্কুলে (তালুকদার টাওয়ার) গত ২০ মে ২০২৫ ইং তারিখে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্কুলের ধর্মীয় শিক্ষক হাফেজ ইমরান। সমাবেশের সঞ্চালনার দায়িত্বে ছিলেন সহকারী প্রধান শিক্ষক বিজয় বাবু।

সমাবেশে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব আবদুল ওয়াদুদ তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলার মান্যবর নির্বাহী অফিসার জনাব হিমাদ্রি খীসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমাই উপজেলা সেক্রেটারি জনাব ইমাম হোসাইন।

বক্তারা বলেন, “একজন ভালো মানুষ হিসেবে সমাজ ও রাষ্ট্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে সুশিক্ষার কোনো বিকল্প নেই। একজন সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হলে শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে।”

অভিভাবকদের উদ্দেশে বক্তারা আরও বলেন, “বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে শিশু-কিশোরদের মোবাইল ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। সন্তানদের সময় দিন, তাদের কার্যকলাপে নজর দিন।”

অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১