নিউজ ডেস্কঃ
সেচ্ছাসেবী সংগঠন ” রক্তকমল ফাউন্ডেশন” এর কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত ১ মার্চ (সোমবার) সন্ধ্যায় সুয়াগঞ্জ টি এ হাই স্কুল এন্ড কলেজের হল রুমে সভা আয়োজনের মধ্যে দিয়ে ০২ (দুই) বছরের জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়।
রক্তকমল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মো. ছানা উল্যাহ’র অনুমোদনক্রমে মাইন উদ্দিন মিলন’কে সভাপতি এবং শাখাওয়াত হোসেন সবুজ’কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয় এবং ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়।
উল্লেখ্য, রক্তকমল ফাউন্ডেশন আর্তমানবতার সেবায় নিয়োজিত রক্তদান, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন সেচ্ছাসেবী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে এই কমিটি কাজ করবে বলে আশা প্রকাশ করেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।
আরো পড়ুনঃ