প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাই উপজেলার হরিশ্চর (সর্দার বাড়ী) গ্রামের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান গতকাল সোমবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ মঙ্গলবার ১২ অক্টোবর বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নানকে বিকাল ৫ টায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রের পক্ষে ইউএনও প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জুনায়েদ কবীর খাঁন লালমাই থানা পুলিশের একটি চৌকস দল ও স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ। হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে প্রথমে বীর মুক্তিযোদ্ধার মরদেহকে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর পুলিশের চৌকস দল উপজেলা কৃষি কর্মকর্তা এর নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার শেষে জানাযা নামাজ পড়িয়ে বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুম মুক্তিযোদ্ধার বড় ছেলে মহসীন একটি প্রাইভেট কোম্পানির উচ্চ পদে চাকুরী করেন। তার একমেয়ে মেডিকেলে অধ্যয়নরত আছেন।
আরো পড়ুনঃ