লালমাইয়ে আনসার ভিডিপি ভাতাভোগী সদস্যদের নিয়ে মতবিনিময়

-খোরশেদ আলম সংগ্রাম (ডেস্ক)

লালমাই উপজেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ভাতাভোগী সদস্য ও সদস্যাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. রাশেদুজ্জামান, বিভিএমএস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সদর দক্ষিণ উপজেলা শাখা ব্যবস্থাপক জনাব মঞ্জুরুল হক এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব আবিদা সুলতানা। সভা সঞ্চালনা করেন উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মো. রাসেল হোসাইন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আনসার ভিডিপি একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যার লক্ষ্য আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন। আনসার ভিডিপির সদস্যরা উন্নয়ন ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ নিয়ে নিজ উদ্যোগে কাজ শুরু করতে পারেন।” তিনি আরও জানান, লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নে দলনেতা ও দলনেত্রী এবং বিভিন্ন ইউনিয়নে কমান্ডার ও সহকারী কমান্ডারের প্রায় ১৫টি পদ শূন্য রয়েছে। আগামী ২৫ মে এসব পদে লোক বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।

সভায় তিনি সকল সদস্যদের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সমাজ থেকে মাদক ও অনৈতিক কার্যক্রম দূর করতে টিম ভিত্তিকভাবে কাজ করার আহ্বান জানান।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১