লালমাইয়ে আমান উল্ল্যাহ হত্যা মামলার আসামি সেই দেলু মেম্বার কারাগারে

-রুহুল আমিন (লালমাই সদর)

লালমাই উপজেলার বেলঘর উওর ইউনিয়ন ইছাপুরা গ্রামের কৃষক, আমান উল্লাহর হত্যা মামলার ১ নং নম্বর আসামী দেলোয়ার হোসেন মেম্বারের জামিন আবেদন না মন্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত। আমানউল্লাহ র হত্যা মামলার আসামি দেলোয়ার মেম্বার হাইকোর্ট থেকে জামিনের পর আজ কুমিল্লা জজকোর্টে হাজিরা দিতে গেলে মহমান্য আদালত তার জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন।
গত ১৭ এপ্রিল শুক্রবার দুপুরে উপজেলার বেলঘর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য দেলোয়ার হোসেন মজুমদারের নেতৃত্বে তার ভাইয়েরাসহ ভাড়াটে সন্ত্রাসীরা ইছাপুরা গ্রামের কৃষক আমান উল্যাহকে হত্যার উদ্দেশ্যে বাড়ী থেকে ধরে নিয়ে মারধর ও রক্তাক্ত জখম করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরদিন শনিবার বেলা অনুমান ১০ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক আমান উল্যাহ মারা যায়।

এঘটনায় আমান উল্যাহ’র ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে দেলোয়ার মেম্বারসহ এজাহারভুক্ত ৪জন ও অজ্ঞাতনামা ৭/৮জনের বিরুদ্ধে লালমাই থানায় অবৈধভাবে অনুপ্রবেশ করে ভাংচুর, চুরি, মারপিট ও হত্যার ঘটনায় একটি মামলা (নং ২, তাং ১৭/০৪/২০২০ইং) দায়ের করে। কৃষক আমান উল্যাহ’র মৃত্যুর পরপরই পুলিশ হত্যাকান্ডে জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করে।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১