-গত ০১ জুন, ২০২০ তারিখে লালমাই উপজেলায় সংগৃহীত সাতটি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে।
এর মধ্যে বেলঘর দক্ষিণ ইউনিয়নের শোন্ডা গ্রামের করোনা উপসর্গ নিয়ে গত ০১ জুন মৃত মঞ্জুমা বেগমের কোভিড১৯ পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।
তার বাড়ি লকডাউন করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই উপজেলা নির্বাহি অফিসার কে এম ইয়াসির আরাফাত।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়,
উপজেলার বাকই উত্তর ইউনিয়নের জয়শ্রী গ্রামের কোভিড১৯ এ মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের নমুনা পরীক্ষার ফলাফল নিগেটিভ এসেছে।
এ নিয়ে লালমাই উপজেলায় করোনাআক্রান্ত ১১ জন সনাক্ত হয়েছেন। মৃত্যু সংখ্যা দুজন, সুস্থ হয়েছেন দুই জন।
এছাড়াও লালমাই এর বাসিন্দা যারা বাইরে বিভিন্ন উপজেলায় কর্মরত থাকা অবস্থায় আরও চারজন কোভিড১৯ পজিটিভ হয়ে লালমাইতে অবস্থান করছেন।
ইউএনও ইয়াসির আরাফাত বলেন,
মনে রাখবেন স্বাস্থ্যবিধি মেনে না চললে
এটা যে কারো হতে পারে।অাতংকিত হবেন না,
স্বাস্থ্যবিধি ও সরকারী নির্দেশনা মেনে চলুন।
অন্যকেও মেনে চলতে পরামর্শ দিন।সবাই ঘরের বাইরে মাস্ক পরিধান করুন।