লালমাইয়ে খাদ্যউপহার নিয়ে করোনা আক্রান্ত ১৩ জনের দোরগোড়ায় ইউএনও কে এম ইয়াসির আরাফাত

-অনলাইন ডেস্কঃ
লালমাই উপজেলায় করোনাপজিটিভ হওয়া ১৩ জনের পরিবারের দোরগোড়ায় মাননীয় অর্থমন্ত্রী জনাব অা হ ম মুস্তফা কামাল এফসিএ এমপি মহোদয়ের বিশেষ উপহার খাদ্যসহায়তা নিয়ে হাজির হলেন উপজেলা নির্বাহী অফিসার লালমাই জনাব কে.এম.ইয়াসির অারাফাত।


ইতিমধ্যে সুস্থ হয়ে উঠা লালমাই এর প্রথম ও দ্বিতীয় রোগি ৩ মাস বয়সী লামিয়া ও ২ বছর বয়সী নাবিলাকে
তিনি নিজ হাতে খাদ্যউপহার প্রদান করেন।অন্যান্য রোগিদের বাড়িতে ইউএনও র প্রতিনিধি এ বিশেষ উপহার পৌছে দিয়েছেন।
এ উপহার পেয়ে লামিয়ার দাদী বলেন, এ দূর্যোগময় সময়ে অামাদের পাশে দাঁড়ানোর জন্য মাননীয় অর্থমন্ত্রী ও ইউএনও, লালমাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
ইউএনও বলেন, যারা করোনাপজিটিভ হয়েছেন তাদের মানসিকভাবে তাদের পাশে থাকার অংশ হিসেবে মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের পক্ষ হতে এ বিশেষ উপহার অামি নিজে তাদের বাড়িতে পৌছে দিয়েছি। সবাই তাদের পাশে থাকুন।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জয়াশিস রায় উপস্হিত ছিলেন।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১