লালমাইয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা

 

-মোঃ নাছির আহাম্মেদ (ডেস্ক)
স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


শনিবার বাগমারা অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজে স্থাপিত বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন লালমাই উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, পরে অন্যান্যদের মধ্যে লালমাই প্রেস ক্লাব, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড, থানা প্রশাসন,উপজেলা স্বাস্থ্য বিভাগের, বাংলাদেশ আওয়ামীলীগ, আওয়ামীযুবলীগ,ছাত্রলীগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অপর্ন করেন।


এই সময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক বিকম, লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব, লালমাই উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, লালমাই প্রেস ক্লাবের সাধারণত সম্পাদক কামাল হোসেন, অর্থ মন্ত্রীর একান্ত সহকারী সচিব কে এম সিংহ রতন, লালমাই উপজেলা আ’লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম,মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক কাজী মেহেদি হাসান, প্রচার সম্পাদক অমর কৃষ্ণ বনিক (মানিক),যুবলীগ নেতা কাজী কামরুল হাসান   ,লালমাই প্রেস ক্লাবের অর্থ সম্পাদক প্রদীপ মজুমদার,প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক কাজী মাসুদ রানা,প্রচার ও প্রকাশনা সম্পাদক রিয়াজ মোরশেদ মাসুদ,সহ-শিক্ষা ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং আজকের লালমাই এর সম্পাদক মো নাছির আহাম্মেদ,ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, উপজেলা ছাত্রলীগ নেতা আরিফুর ইসলাম রাব্বি প্রমুখ উপস্থিত ছিলেন।

পুস্পস্তবক অপর্ন শেষে বাগমারা মহিলা কলেজ মাঠে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্ভোধন করেন লালমাই উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, লালমাই উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক বিকম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব, কে এম সিংহ রতন প্রমুখ।
এছাড়া বেলা ১২ টায় উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক বিকম, সভাপতিত্ব করেন লালমাই উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১