লালমাইয়ে নিহত আমান উল্ল্যাহর পরিবারের পাশে দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যাপক অপু আলম।

– আলমগীর হোসেন অপুঃ

গত ১৭ এপ্রিল লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ইছাপুরায় স্হানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন দেলুর হাতে নির্মম ভাবে নিহত আমানউল্লাহর পরিবারকে সান্তনা দিতে ও এই নেক্কার জনক ঘটনার প্রতিবাদ জানাতে পাশাপাশি এই ঘটনার সাথে জড়িত দেলু মেম্বার গংদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন সাবেক সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্রবাস বাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক আলমগীর হোসেন অপু।

তিনি বলেন মাননীয় অর্থমন্ত্রীর নির্বাচনী এলাকা একটি শান্তিময় এলাকা এ ধরনের ঘটনা যারা ঘটিয়েছে সে যে-ই হউক তার কোন ছাড় নেই। মন্ত্রী মহোদয় ঘটনা সম্বন্ধে সব জানেন সে মোতাবেক প্রশাসনকে বলেছেন সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করতে। আজ ৩০ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে নিহত আমানউল্লাহর বাড়ীতে সমবেদনা জানাতে গিয়ে অধ্যাপক আলমগীর হোসেন অপু এসব কথা বলেন। তিনি নিহত পরিবারের খোঁজ খবর নেন। শেষে নিহতের কবর জিয়ারত করেন।

এসময় উপস্থিত ছিলেন বেলঘর উত্তর ইউনিয়ন চেয়ারম্যান আবুল খায়ের মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক, আ,লীগ নেতা মাষ্টার ফরিদ, মাষ্টার আউয়াল, সাংবাদিকবৃন্দ।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১