-জামাল হোসেন,লালমাই (কুমিল্লা): কুমিল্লার লালমাইয়ে বাস চাপায় আব্দুল মন্নান (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
নিহত আব্দুল মন্নান একই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের ভাটিশতলা গ্রামের সামছুল হকে ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,
শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে কুমিল্লা-নাঙ্গলকোট সড়কের লালমাই উপজেলাধীন বেলঘর উত্তর ইউনিয়নের গৈয়ারভাঙ্গা-খয়রাতপাড়া এলাকায় শাহ আলী সুপার পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা খেয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় আব্দুল মন্নানের।
এঘটনায় ক্ষুদ্ধ হয়ে সড়ক অবরোধ করে রাখে এলাকাসী।
পরবর্তিতে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে লালমাই থানা পুলিশ।