লালমাইয়ে শাহীনুর হত্যাকাণ্ডের প্রধান আসামি তৈয়ব আলী গ্রেফতার

লালমাই প্রতিনিধি :
কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশারীচোঁ গ্রামের প্রবাসীর স্ত্রী শাহীনুর আক্তার (২২) হত্যাকাণ্ডের প্রধান আসামি শ্বশুর তৈয়ব আলীকে গতকাল ১৭ সেপ্টেম্বর রাতে গ্রেফতার করেছে লালমাই থানা পুলিশ।
পূর্বের ঘটনা :
জানা যায় গত জুন ২০২০ মঙ্গলবার (১৬ জুন) দুপুরের দিকে পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশারীচোঁ গ্রামের দক্ষিণ পাড়ার নোয়াবাড়ীতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ছয় দুই বছর পূর্বে দোশারীচোঁ গ্রামের তৈয়ব আলী এর পুত্র ওমান প্রবাসী কাজী জাফরের সঙ্গে বিয়ে হয় শাহীনুরের। নিহত শাহীনুর পাশ্ববর্তী লাকসাম উপজেলার কোয়ার গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। কাজী জাফর ও শাহীনুর দম্পতির নুর মোহাম্মদ নামের চার বছরের একটি পুত্র সন্তান রয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের জন্য বারবার গৃহবধূ শাহীনুরকে নির্যাতন করে আসছে। এক পর্যায়ে নির্যাতনের মাত্রা বেড়ে যায়।
প্রত্যক্ষদর্শী ওই গ্রামের জাহাঙ্গীর আলম মিলন জানায়, গতকাল দুপুরবেলা তৈয়ব আলী ও তার স্ত্রী পেয়ারা বেগম নিহত শাহীনুরের সাথে ঝগড়ার এক পর্যায়ে মারধর করে আমি গিয়ে তাদের মিলমিশ করে দেই। আমি চলে আসার পর পুনরায় আবার তারা শাহীনুরকে মারধর করে। শ্বশুর তৈয়ব আলী শাহীনুরের তলপেটে লাথি মারে এতে তার মৃত্যু হয়েছে বলে আমি ধারণা করছি। তৈয়ব আলী পূর্বে ও এভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে তবে তিনি জানান।
বিয়ের পর থেকে এ ৬ বছরের মধ্যে পুত্রবধূকে নির্যাতনের ঘটনায় অনেকবার পারিবারিক ভাবে শালিস বৈঠক হয়েছিল বলে সূত্রে জানা গেছে।
নিহতের মামা অলিউল্লাহ জনান, তারা শাহীনুরকে নির্মমভাবে নির্যাতন করে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে। তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, শিশুকাল থেকেই শাহীনুর নানার বাড়িতে থাকতো, এখানেই বেড়ে উঠেছে সে। শাহীনুরকে নির্মমভাবে হত্যার মাধ্যমে তার চার বছরের শিশুকে যারা এতিম করে দিয়েছে আমি প্রধানমন্ত্রীর কাছে সেসব হত্যাকারীদের বিচার চাই।
এব্যাপারে নিহত শাহীনুরের মা সেতারা বেগম বাদী হয়ে লালমাই থানায় একটি মামলা দায়ের করেন।
লালমাই থানার এস আই মামলার তদন্ত কর্মকর্তা আবদুর রহিম প্রধান আসামি তৈয়ব আলীকে  গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, আসামি গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১