-কুমিল্লা জেলার লালমাই উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্য নীতি মেনে লালমাই উপজেলা করোনা প্রতিরোধ কমিটির ও উপজেলা অাইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ শে জুন উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ে উপরোক্ত সভা অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহি কর্মকর্তা কে এম ইয়াসির আরাফাত, লালমাই উপজেলা চেয়ারম্যান আবুল মালেক (বিকম) সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান গন সভায় উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদের মাসিক সভায় উপজেলা পরিষদের অর্থায়নে স্বাস্থ্যকর্মী ও ইউপি চেয়ারম্যানগণকে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী ও বিভিন্ন সরকারী দপ্তর ও ইউনিয়ন পরিষদে অাগত সেবাপ্রার্থীদের তাপমাত্রা মাপার জন্য ইনফ্রারেড থার্মোমিটার বিতরণ করেন উপজেলা নির্বাহি অফিসার কে এম ইয়াসির আরাফাত এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল মালেক বিকম।
সভা শেষে,
উপজেলা কৃষি ব্যবস্হাপনা কমিটির উদ্যোগে প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সরকারি ভাবে উন্নত মানের শাকসবজি বীজ বিতরণ করেন উপজেলা নির্বাহি অফিসার কে এম ইয়াসির আরাফাত।