লালমাই এ অাজ স্বাস্থ্য সহকারীসহ নতুন ০৫ জন করোনা শনাক্ত হয়েছে।
গত ৪ জুলাই লালমাই উপজেলায় সংগৃহীত এগারোটি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে যাদের মধ্যে ছয়জন কোভিড১৯ পজিটিভ হয়েছেন এবং বাকিরা নেগেটিভ।
পজেটিব পাওয়াদের মধ্যে নুসরাত জাহান দ্বিতীয় নমুনা পরীক্ষায়ও পজিটিভ হয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে সোহানুর রহমান স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত এবং লালমাই উপজেলা স্যাম্পল কালেকশন টিমের সক্রিয় সদস্য, তিনিসহ লালমাই উপজেলা স্বাস্থ্য বিভাগের তিনজন সদস্য কোভিড১৯ সনাক্ত হয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই উপজেলা নির্বাহি অফিসার কে এম ইয়াসির আরাফাত।
এ পর্যন্ত লালমাই উপজেলায় ৪৯২টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ৪৬২টির ফলাফল পাওয়া গেছে, বাকিগুলো অপেক্ষমাণ আছে।
করোনাপজিটিভ সনাক্ত ব্যক্তিরা হোম অাইসোলেশনে স্বাস্থ্য বিভাগের নিবিড় তত্বাবধানে অাছেন।
এ নিয়ে লালমাই উপজেলায় করোনাপজিটিভ সনাক্ত হয়েছেন ৬৮ জন।
মৃত্যু সংখ্যা দুজন,সুস্থ হয়েছেন ১২ জন।