লালমাইয়ে ৪ পুলিশ সদস্যের করোনা জয়

-নাফিউ জামান নাফিজ (ডেস্ক)
কুমিল্লার লালমাইয়ে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমিত হওয়া ১০ পুলিশ সদস্যের মধ্যে ০৪ জন সুস্থ হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) বিকালে করোনা নেগেটিভ আসার পর তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব।

সুস্থ হওয়া পুলিশ সদস্যরা হলেন- দুলাল মিয়া, হারুনুর রশিদ, হাসান জমাদার ও সোনিয়া আক্তার।

করোনার উপসর্গ দেখা দেওয়ায় গত ১১ জুন বাগমারা ২০ শয্যা হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে ১৮ জুন তাদের করোনা পজেটিভ আসে।এসময় কোভিড-১৯ পজেটিভ পুলিশ সদস্যদের থানা সংলগ্ন ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আইসোলেশনে রাখা হয়।সেখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জয়াশীষ রায় সহ স্বাস্থ্যকর্মীরা সার্বক্ষণিক সেবা প্রদান করে।এরপর তাদের দ্বিতীয় নমুনা সংগ্রহ করা হলে গতকাল তাদের রিপোর্ট নেগেটিভ আসে।

ধারণা করা হচ্ছে,পেশাগত দায়িত্ব পালনের জন্য বিভিন্ন সময় করোনা আক্রান্ত ব্যাক্তিদের বাড়ি লকডাউন সহ করোনাকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গিয়েই তারা আক্রান্ত হতে পারে।

উল্লেখ্য, সুস্থ হওয়া ০৪ পুলিশ সদস্য কাজে যোগদান করেছে এবং আক্রান্ত বাকী ০৬ পুলিশ সদস্য আইসোলেশনে রয়েছে।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১