লালমাই উপজেলায় প্রথম ২ জন করোনা শনাক্ত! সচেতন হোন!

-আজকের লালমাই ডেস্কঃ
মহামারী করোনা ভাইরাস সংক্রমণের ফলে সারাদেশ থেকে পরীক্ষার জন্য সম্ভাব্য করোনায় আক্রান্ত রোগীদের নমুনা সংগ্রহ করা হচ্ছে।সে ধারাবাহিকতায় কুমিল্লার লালমাই উপজেলায় উপসর্গ প্রকাশ পাওয়া রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
লালমাই উপজেলা থেকে সর্বমোট ৭২ টি নমুনা সংগ্রহ করা হয় যার মধ্যে ৫৩ টির ফলাফল নেগেটিভ এবং গতকাল রাতে দুই জনের ফলাফল পজেটিব এসেছে!

সামাজিক যোগাযোগ মাধ্যমে    এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি জনাব কে.এম.ইয়াসির আরাফাত।

গত ০৪ ও ০৫ মে সংগ্রহীত ১৯ টি নমুনার ফলাফল প্রকাশ করা হয়।সংগ্রহীত ১৯ টি নমুনার ফলাফলে কোভিড-১৯ নেগেটিভ,এবং গতকাল ৯ই মে আসা রিপোর্টে দুই জনের নমুনা পজেটিব এসেছে।

ইউএনও ইয়াসির আরাফাত বলেন বলেন,
দীর্ঘ দুইমাস পর
লালমাই এ আজ দুইজন করোনাভাইরাস পজিটিভ,
একজন লালমাই এ আইসোলেশনে আছেন।
তার পুরো পরিবারকে লকডাউন করা হচ্ছে।
ঐ পরিবারকে কেউ বিব্রত করবেন না,প্লিজ। অন্যজন কুমিল্লা শহরে আইসোলেশনে আছেন,আতংকিত হবেননা,প্যানিক সৃষ্টি করবেন না
তবে সবাইকে খুবই সাবধানে থাকতে হবে,স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে,অাপনার সাবধানতা অাপনিসহ সবার জন্য নিরাপত্তা।

উল্লেখ্য, লালমাই উপজেলা থেকে সর্বমোট ৭২ টি নমুনা সংগ্রহ করা হয় যার মধ্যে ৫৩ টির ফলাফল নেগেটিভ এবং দুই জনের পজেটিব এসেছে এছাড়া ১৭ টি নমুনার টির ফলাফল অপেক্ষমান রয়েছে।

উপজেলায় আক্রান্ত দুই জন ও তাদের পরিবারের নিরাপত্তার জন্য এখনি  বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি উপজেলা প্রশাসন।

তবে কাল দূপুর নাগাদ বিস্তারিত তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১