লালমাই থানা পুলিশের আয়োজনে৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

গাজী মামুন (নিজস্ব প্রতিনিধি)

ঐতিহাসিক ৭ই মার্চ পালন উপলক্ষ্যে আলোচনা সভা, বঙ্গবন্ধুর ভাষণ ও দেশের গান প্রচার এবং আনন্দ উদযাপন করেছে কুমিল্লার লালমাই থানা পুলিশ প্রশাসন। নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরনে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠিত হয়। রবিবার (৭ই মার্চ) বিকেল ৩ টায় লালমাই থানা পুলিশের আয়োজনে স্থানীয় ভুশ্চি বাজার সংলগ্ন ছোট শরীফপুর ডিগ্রি কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে আনন্দ উদযাপনের অংশ হিসেবে কেক কাটেন অতিথিরা। পরে অনুষ্ঠানে উপস্থিত সকলে মিষ্টি মুখ করেন।অনুষ্ঠান চলাকালীন সময়ে ৭ই মার্চের ভাষণ প্রচার ও গণভবনের অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার করেন।

লালমাই থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সদর দক্ষিণ সার্কেল কুমিল্লা প্রশান্ত পাল, লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক বি.কম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, কমিউনিটি পুলিশিং লালমাই থানর সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আনোয়ার উল্লাহ মজুমদার, ছোট শরীফপুর ডিগ্রি কলেজ অধ্যক্ষ ফারুকুল ইসলাম ভূঁইয়া, বেলঘর উত্তর ইউনিয়ন চেয়ারম্যান আবুল খায়ের, বেলঘর দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান আবদুল মান্নান মনু, ভূলইন উত্তর ইউনিয়ন চেয়ারম্যান আবদুর রহিম, ভূলইন দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান একরামুল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহ, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবদুল মোতালেব, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আক্তার,  উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভুট্টু, স্বেচ্ছাসেবকলীগ নেতা আক্তার হোসেন পারভেজ, ভূলইন উত্তর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন, ভূলইন দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আমান উল্লাহ আমান প্রমুখ।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১