নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা লালমাইয়ে যুবদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন যুবদলের পদবঞ্চিত নেতারা।
গতকাল সোমবার (২৯ মে) বিকেলে উপজেলার ভুশ্চি বাজার এলাকায় বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেন তারা।
গতকাল সোমবার (২৯ মে) বিকেলে ভূলইন দক্ষিণ ইউনিয়ন যুবদলের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মাকসুদুর রহমান মাসুদের নেতৃত্বে উপজেলার ভুশ্চি বাজার এলাকায় বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেন তারা।
এসময় বিক্ষোভ মিছিলে অংশ নেন ভূলইন দক্ষিণ ইউনিয়ন যুবদলের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম, বৃহত্তর সদর দক্ষিণ উপজেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, ইউনিয়ন বিএনপির সমন্বয় কমিটির নিজাম উদ্দিন, ইউনিয়ন যুবদল নেতা ইউসুফ, সদর দক্ষিণ উপজেলা যুবদল নেতা বাহারুল ইসলাম, বেলঘর উত্তর যুবদল নেতা ইকবাল হোসেন, পেরুল দক্ষিণ যুবদল নেতা মহিন উদ্দিনসহ অনেকে।
এসময় বক্তারা বলেন, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে লালমাই উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা হলেও কতিপয় কিছু আ’লীগের দালাল অযোগ্য লোকদের দিয়ে যুবদলের পকেট কমিটি গঠন করেছে। আমরা এ কমিটি মানি না, মানবো না। এই এলাকার মাটি মানুষের নেতা সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বিভিন্ন সময়ে এই এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। জননেতা মনিরুল হক চৌধুরীর বাহিরে আমরা এ অঞ্চলে কোনো কমিটি মানিতে পারিনা।
বক্তারা আরো বলেন এই কমিটিতে যারা রয়েছে তাদের অনেককেই কর্মীরা চিনে না, এই পকেট কমিটি আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম। পাশাপাশি মোবাশ্বের আলম ভূঁইয়াকেও লালমাই উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করে নবগঠিত কমিটি বাতিল করা না হলে রাজপথে আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচী অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন নেতারা।
আরো পড়ুনঃ