কামাল হোসেন হৃদয়ঃ-
নোভেল করোনাভাইরাস মোকাবেলায় গৃহবন্দি হয়ে থাকা সমাজের নিম্ন আয়ের মানুষদের সাহায্যের পাশাপাশি এবার সমাজের মধ্যবিত্ত পরিবারের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “সত্যের জ্যোতি ব্লাড ব্যাংক” এবং “সময়ের বাতিঘর” গ্রুপের স্বেচ্ছাসেবীরা।
শুক্রবার তারাবীহ নামাজের শেষে লালমাই উপজেলার
কয়েকটি গ্রামেই ত্রান সামগ্রী ঘরে ঘরে পৌছে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
এ বিষয়ে “সত্যের জ্যোতি ব্লাড ব্যাংক” এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, মোঃ ফরহাদ হোসেন জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শহরের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মধ্যবিত্ত পরিবারগুলো কারো কাছে হাত পেতে সাহায্য চাইতে পারছে না। তাইতো আমরা চেষ্টা করেছি সাধ্যনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর।
তিনি আরো বলেন, এই পরিবারগুলো পরিস্থিতির শিকার। তারা যেন কোন লজ্জার মাঝে না পড়েন সে জন্যই রাতের আঁধারে সম্পুর্ণ ফটোসেশান ছাড়া-ই তাদের ঘরে পৌছে দিয়েছি।
এই বিষয়ে “সময়ের বাতিঘর” গ্রুপের এডমিন মোঃ শরিফ মাহমুদ বলেন, এই দুর্যোগে কোন মানুষ খাদ্যের অভাবে যেন কষ্ট না পায় সে জন্য আমরা সংগঠনের সকলেই আমাদের সাধ্যমতো মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করে চলেছি।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় আমাদের সংগঠন সমাজের সকল মানুষের পাশে থাকার পাশাপাশি শহরের নিরীহ পশুর খাদ্যের ব্যবস্থা করে যাচ্ছে প্রতিনিয়ত। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
আরো পড়ুনঃ