লালমাই রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

– বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে কুমিল্লার লালমাইয়ে কর্মরত সাংবাদিকদের নতুন সংগঠন ‘লালমাই রিপোর্টার্স ইউনিটি’র পথচলা শুরু হয়েছে।

শনিবার (৩ মে) বিকেলে উপজেলার বাগমারা বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে পেশাদার সাংবাদিকদের উপস্থিতিতে আগামী তিন বছরের জন্য একটি কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।

উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে দৈনিক কালেরকন্ঠ এর লালমাই-সদর দক্ষিণ উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম (জহির) কে সভাপতি, দৈনিক কুমিল্লার কাগজ এর লালমাই প্রতিনিধি প্রদীপ মজুমদারকে সাধারণ সম্পাদক এবং দৈনিক আমার দেশ এর লালমাই উপজেলা প্রতিনিধি কাজী ইয়াকুব আলী নিমেল কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

১৩ সদস্যের কার্যকরী কমিটিতে অন্যরা হলেন- সহ-সভাপতি বাংলাদেশ বেতার এর কুমিল্লা কেন্দ্রের সংবাদ পাঠিকা মধু ছন্দা বনিক, সহ-সাধারণ সম্পাদক দৈনিক তৃতীয় মাত্রার লালমাই প্রতিনিধি মোহাম্মদ আবদুল মতিন, সহ-সাধারণ সম্পাদক আজকের লালমাই’র প্রধান সম্পাদক মো: নাছির আহাম্মেদ, অর্থ ও প্রচার সম্পাদক সাপ্তাহিক লালমাই বার্তার প্রধান প্রতিবেদক নাফিউ জামান, দপ্তর সম্পাদক দৈনিক আজকের জীবনের লালমাই প্রতিনিধি রিয়াজ উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক দৈনিক তরুণ কন্ঠের লালমাই প্রতিনিধি মাওলানা আবুল বাশার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লালমাই প্রতিদিন.কম এর সম্পাদক জসিম উদ্দিন ভুঁইয়া এবং ক্রীড়া ও ইভেন্ট সম্পাদক ফটো সাংবাদিক ইয়ামিন। কমিটিতে দৈনিক অর্থনীতির কাগজ এর লালমাই প্রতিনিধি ও লালমাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে প্রকাশিত ক্যাম্পাস বার্তার প্রাক্তন সম্পাদক মাহদি হাসান কে নির্বাহী সদস্য করা হয়েছে।

সংগঠনটির ৩ সদস্যের উপদেষ্টা কমিটিতে রয়েছেন লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. মোহাম্মদ শাহজাহান মজুমদার, লালমাই প্রেস ক্লাবের সাবেক আহবায়ক অমর কৃষ্ণ বনিক (মানিক) এবং পর্যটন বিষয়ক পত্রিকা দ্যা ট্রাভেল টক এর প্রকাশক মাহবুব হোসাইন সুমন।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১