লালামাইয়ে জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, হামলায় আহত দুই।

 

স্টাপ রিপোটার :
লালমাই উপজেলার ভূলইন দঃ ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত কামাল কাজীর ছেলে মো:আবদুল আজিজ (৬৫) এর উপর তার বড় ভাই হাজী মো: আরব আলী জমি নিয়ে বিরোধের জের দরে অতর্কিত হামলার অভিযোগ উঠেছ।

অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার  যাদবপুর গ্রামের মৃত কামাল কাজীর ৫ ছেলে এবং তাদের পৈতিক সম্পত্তির মালিকানা হিসেবে আহত আবদুল আজিজ তার ভাগের জমি বিক্রয় করার পর পূর্ব শত্রুতার জের দরে তাহার বড় ভাই হাজী আরব আলী ঐ গ্রামের  আবদুর রশিদ, বিল্লাল হোসেন সহ আরো কয়েকজন কে দিয়ে আবদুল আজিজ ও তাহার ছেলে জাকির হোসেনের উপর অতর্কিত হামলা চালায়। তাতে আশংঙ্কা অবস্থায় আবদুল আজিজ কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং ছেলে জাকির হোসেন প্রাথমিক চিকিৎসা নেন।

এই বিষয়ে আহতের পরিবারের সদস্য কহিনুর আক্তার বলেন, আমার জেঠা হাজী আরব আলী ঐ রাতে কয়েকজন  নিয়ে এসে আমার বাবা ও ভাইকে রক্তাক্ত করেন এবং বর্তমানে আমরা তদের ভয়ে জীবন নিয়ে হুমকির  মুখে আছি।

এই ঘটনায়  গতকাল ১১ই আগষ্ট থানায় এসে আইনের আশ্রয় নিয়ে একটি অভিযোগ দায়ের করেন মো: আবদুল আজিজের মেয়া কহিনুর আক্তার।
অভিযোগ নম্বর ৩৬৩ এই ব্যপারে মামলার তদন্ত অফিসার হারুনুর রশিদের সাথে কথা বল্লে তিনি বলেন, অভিযোগ পেয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শন করার পর বিস্তারিত জানা যাবে।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১