-অনলাইন ডেস্কঃ
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী
আগামীকাল ১০ ই মে, ২০২০ খ্রি. হতে
সকাল ১০.০০ ঘটিকা থেকে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে শর্তসাপেক্ষে দোকান-পাট, শপিংমল খোলা রাখা যাবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই উপজেলা নির্বাহি কর্মকর্তা ইয়াসির আরাফাত।
স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রাখতে কিছু শর্ত বেধে দিয়েছে উপজেলা প্রশাসনঃ
ক্রেতা-বিক্রেতা উভয়েরই মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।
ক্রেতা-বিক্রেতার উভয়েরই জ্বর, হাঁচি, কাশি, শ্বাসকষ্ট থাকলে দোকানে আসতে পারবে না।
দোকান খোলার পূর্বে ও বন্ধের পর জীবাণুনাশক দিয়ে পরিস্কার করতে হবে।
একই দোকানে অধিকসংখ্যক ক্রেতার ভীড় করা যাবে না।
ফুটপাত দোকান বসবে না। হকারেরা পার্শ্ববর্তী শিক্ষার্প্রতিষ্ঠান মাঠে সামাজিক দুরত্বে দোকান বসাতে পারবে।
যানজট কমানোর জন্য হাটবাজারের আশপাশে অটোরিকশা, ভ্যান ও অন্যান্য যানবাহন পার্কিং করে রাখা যাবে না।
অান্ত:জেলা / অান্তউপজেলা যোগাযোগ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে
অাসন্ন ঈদের ছুটিতে জনসাধারণকে নিজ নিজ অবস্থানে থাকতে হবে।
অান্ত:জেলা /অান্তউপজেলা/ বাড়িতে গমন নিবৃত্ত করা হবে।
ঈদেরছুটির সময় সরকারী কর্মচারীরা নিজ কর্মস্হলে অবস্থান করবেন।
ইউএনও বলেন,
সাস্থ্য ঝুকি এড়াতে উপরোক্ত নির্দেশনা জনসাধারণকে মেনে চলার অনুরোধ করা হচ্ছে।অন্যথায় অাইনগত ব্যবস্হা নেয়া হবে।
জনস্বার্থে এ অাদেশ কার্যকর হবে হলে তিনি জানান।
আরো পড়ুনঃ