-ব্যাক্তি বিশেষের একক প্রভাব বিস্তার সহ নানা অভিযোগ এনে সদ্য ঘোষিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লালমাই উপজেলা কমিটির ১নং যুগ্ন সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেছেন সামিউল ইসলাম রাহাত।
৩০শে মার্চ রবিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন,
আমি”সামিউল ইসলাম রাহাত”, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, লালমাই উপজেলা শাখার সাথে আমার নীতি ও আদর্শের অমিল থাকার কারণে আমি আমার বর্তমান পদ (যুগ্ম সদস্য সচিব) থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।
আজকের পর থেকে লালমাই উপজেলার এই বিতর্কিত সংগঠনের নোংরা রাজনীতির সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। লালমাই উপজেলার কমিটিতে যারা জুলাই বিপ্লবে স্পষ্টভাবে অংশগ্রহণ করেছিল, তাদের কোনো মূল্যায়ন করা হয়নি; বরং যারা আন্দোলনের সাথে কোনো সম্পর্ক রাখেনি, তারা এখন সংগঠনের মূল কমিটিতে স্থান পেয়েছে। এখানে ২-১ জনের একক সিদ্ধান্তে সংগঠন চলছে, বাকিদের মতামত উপেক্ষা করা হয়।
আমি জুলাই বিপ্লবের আন্দোলনে যুক্ত হয়েছিলাম কোনো পদ বা ক্ষমতার লোভে নয়, বরং দেশ ও দেশের মানুষের জন্য রাজপথে নেমেছিলাম।
পরিশেষে একটি কথাই বলবো, আমার ধর্ম ও মাতৃভূমির যে কোনো বিপদে আমি সর্বদা নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত আছি। ভবিষ্যতে যে কোনো ন্যায়সঙ্গত আন্দোলনে দেশ ও দেশের মানুষের পাশে থাকার অঙ্গীকার করছি।
ইনকিলাব জিন্দাবাদ।
আরো পড়ুনঃ