বাগমারায় একই পরিবারের ৪ জন সহ উপজেলায় নতুন আক্রান্ত ৫, মোট আক্রান্ত ৪২

-আজকের লালমাই ডেস্কঃ-
বৈশ্বিক মহামারী নোবেল করোনা আক্রান্ত দিনে দিনে বেড়েই চলছে,আশংকাজনক অবস্থায় রয়েছে লালমাই উপজেলা।
গত ২১ জুন,২০২০ তারিখে লালমাই উপজেলায় সংগৃহীত ২৩ টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে পাচ জন কোভিড১৯ পজিটিভ সনাক্ত হয়েছেন।এরমধ্যে বাগমারা বাজারের একই পরিবারের ০৪ জন ও ভুলইন দক্ষিণের ০১ জনের করোনা শনাক্ত হয়েছেন এবং বাকি ১৮ জন নেগেটিভ। করোনাপজিটিভ সনাক্ত ব্যক্তির বাড়ী লকডাউন করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই উপজেলা নির্বাহি কর্মকর্তা কে এম ইয়াসির আরাফাত।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, নতুন আক্রান্তদের সকলে স্বাস্থ্য বিভাগের নিবিড় তত্বাবধানে অাছেন।
লালমাই উপজেলায় সংগৃহীত মোট ৩৯৯ টি নমুনার মধ্যে ৩৫৫ জনের ফলাফল পাওয়া গেছে, বাকিদের রিপোর্ট অপেক্ষমাণ আছে।
এ নিয়ে লালমাই উপজেলায়
করোনাপজিটিভ সনাক্ত হয়েছেন ৪২ জন।
মৃত্যু সংখ্যা দুজন
সুস্থ হয়েছেন ০৬ জন।
লালমাই উপজেলা নির্বাহি কর্মকর্তা কে এম ইয়াসির আরাফাত বলেন, স্বাস্থ্যবিধি মেনে না চললে
এটা যে কারো হতে পারে,অাতংকিত হবেন না,
স্বাস্থ্যবিধি ও সরকারী নির্দেশনা মেনে চলুন।
অন্যকেও মেনে চলতে পরামর্শ দিন।
সবাই ঘরের বাইরে বাধ্যতামূলক মাস্ক পরিধান করুন।নিরাপদে থাকুন।মহান অাল্লাহ অামাদের রহম করুন।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১