ভ্যাকসিন নিলেন লালমাই প্রেস ক্লাবের সদস্যরা।

নিজস্ব প্রতিনিধিঃ

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী ভ্যাকসিন প্রয়োগের চতুর্থ দিনে ভ্যাকসিন গ্রহণ করলেন লালমাই প্রেস ক্লাবের সদস্যরা। আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) বাগমারা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনা ভ্যাকসিন প্রদান কেন্দ্রে উপস্থিত হয়ে তারা এই ভ্যাকসিন গ্রহণ করেন।

লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার ও সাধারণ সম্পাদক ইউনিভার্সেল কামাল এর নেতৃত্বে সংগঠটির সহসাধারণ সম্পাদক এমদাদুল হক মজুমদার, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির, নির্বাহী সদস্য অমর কৃষ্ণ বনিক, ধর্মবিষয়ক সম্পাদক আবদুল মতিন,দপ্তর সম্পাদক মাসুদ রানা ও সহ-ক্রিয়া বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন অপু ভ্যাকসিন গ্রহণ করেন।

ভ্যাকসিন গ্রহণ শেষে সংগঠনটির সভাপতি ড. শাহজাহান মজুমদার বলেন, আনন্দমুখর পরিবেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করলাম। আশা করছি সবাই যথাযথ নিয়ম মেনে রেজিস্ট্রেশন করে ভ্যাকসিন গ্রহণ করবে এবং নিরাপদে ও আনন্দের সঙ্গে টিকা নেবে।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১