-গাজী মামুন(নিজস্ব প্রতিনিধি)
করোনা টিকাদান কর্মসূচীর চতুর্থ দিনে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বুধবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় লালমাই উপজেলার বাগমারা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এসে করোনা (কোভিড ১৯) টিকা গ্রহন করলেন উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক বি,কম।
পর্যায়ক্রমে বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম, লালমাই প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক একুশে সংবাদের সম্পাদক ড. শাহজাহান মজুমদার, লালমাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক কামাল হোসেন, সহ সাধারণ সম্পাদক এমদাদুল হক মজুমদার, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির, সদর দক্ষিণ উপজেলা যুবলীগের আহ্বায়ক মোতালেব হোসেন, লালমাই উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক কাজী মেহেদী হাসান বাপ্পি, লালমাই উপজেলা যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভুট্টু, বাগমারা উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সঞ্জয় শর্মা, দৈনিক সমাজ কন্ঠ পত্রিকার প্রতিনিধি কাজী মাসুদ রানা, আবদুল মতিন, অমর কৃষ্ণ বনিক মানিক, বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আলহাজ্ব মিজানুর রহমান, আলমগীর হোসেন অপুসহ আজকের দিনে টিকা গ্রহণ করলেন ১০০ জন।
টিকা গ্রহণ শেষে লালমাই প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক একুশে সংবাদের সম্পাদক ড. শাহজাহান মজুমদার বলেন, আনন্দমুখর পরিবেশে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করলাম। আশা করছি সবাই যথাযথ নিয়ম মেনে রেজিস্ট্রেশন করে টিকা গ্রহণ করবে এবং আনন্দের সঙ্গে টিকা নেবে।
আরো পড়ুনঃ