ইফতার সামগ্রী নিয়ে অসহায় মানুষের দুয়ারে সোনারতরী রক্তদান ফাউন্ডেশন।

গাজী মামুন (নিজস্ব প্রতিনিধি)

সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ (SBDFB) সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক দরিদ্র ও সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত গ্রুপের উপদেষ্টা, এডমিন, মডারেটর ও সদস্যদের সহযোগিতায় ৬০ টি অসহায় পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন, সংগঠনটির পরিচালক সদস্য হাবিবুর রহমান, মডারেটর রাকিব হোসেন, মোহাম্মদ আবির, কার্যনির্বাহী সদস্য মোঃ ইসরাফিল, সানজিনা শিরিন, সদস্য শামীম, জোবায়েদ হোসেন প্রমুখ।

‘সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ’ এর প্রতিষ্ঠাতা পরিচালক সাদ্দাম হোসেন হাদী বলেন, ২০ জুলাই, ২০২০ সালে সংগঠনটি প্রতিষ্ঠা করি। প্রতিষ্ঠার পর থেকেই এ পর্যন্ত ৩টি ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং, বিভিন্নস্থানে মাস্ক বিতরণ, পথ শিশুদের মাঝে খাবার বিতরণ, শীতকালে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ও বিভিন্ন অসহায় ও গরীব রোগীর পাশে আর্থিকভাবে পাশে দাঁড়িয়েছে আমাদের সংগঠনটি।

এছাড়াও আমাদের সংগঠন থেকে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম চলছে নিয়মিত। সমাজের সকল মানুষের দোয়া ও সহযোগিতায় ভবিষ্যতেও আমরা এমন সব মানবিক কাজে এগিয়ে যেতে চাই।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১