পেরুল দক্ষিণ প্রতিনিধিঃ
বেড়ীর পাড়ে ইঁদুর মারার ফাঁদের বিদ্যুতের তারে জড়িয়ে হত-দরিদ্র কৃষক আবুল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ পুলিশ কে না জানিয়ে স্থানীয় ইউপি সদস্যের নেতৃত্বে সালিশ বৈঠকে সাত লাখ টাকায় রফাদফার মাধ্যমে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার সন্ধ্যায় কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের সিংগুরিয়া গ্রামে। নিহত আবুল হোসেন ওই গ্রামের মৃত. কাছিম আলীর ছেলে।
স্থানীয় সুত্রে, লালমাই উপজেলার আইটিটি বাজারের এস আলম হাডওয়্যার ব্যবসায়ী ও পেরুল দক্ষিণ ইউনিয়নের সিংগুরিয়া গ্রামের শাহ আলমের মাছের ভেড়ীর পাড়ের ইঁদুর মারার ফাঁদের বিদ্যুতের তারে জড়িয়ে বুধবার সন্ধ্যায় আবুল হোসেন নিহত হয়।
এ ঘটনায় যুবলীগ নেতা শাহাব উদ্দিন, আওয়াল মাষ্টার এবং পেরুল দক্ষিণ ইউনিয়নের মেম্বার হাবিব উল্লাহর নেতৃত্বে কয়েক দফা সালিশ বৈঠকের মাধ্যমে ৭লাখ টাকা রফাদফায় পুলিশ কে না জানিয়ে বৃহস্পতিবার দুপুরে লাশ দাফন করা হয়।
স্থানীয় একাধিক ব্যক্তি জানায় আইটিটি বাজারের এস আলম হাডওয়্যার ব্যবসায়ী শাহ আলম অনেক টাকার মালিক তাই টাকা দিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করার ব্যবস্থা করেছেন।
ইউনিয়নের মেম্বার হাবিব উল্লাহ বলেন, আবুল হোসেন অনেক গরিব তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের ব্যবস্থা করেছি। ৭লাখ টাকা তার পরিবার কে সাহায্য করা হয়েছে।
পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজিএম সফিকুর রহমান বনেল, ঘটনাটি লোক মুখে শুনেছি। তবে পুলিশকে না জানিয়ে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করা বেআইনি।
আরো পড়ুনঃ