নিজস্ব প্রতিনিধিঃ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই বাজার এলাকায় অভিযান চালিয়ে পরিবহন থেকে চাঁদা আদায়ের সময় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলো- সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের উত্তর শিবপুর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে জামাল হক (৬০) ও একই গ্রামের বিলাল মিয়ার ছেলে মোঃ মিলন (৪০)।
রবিবার (১৩জুন) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব।
অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, শনিবার (১২ জুন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর দক্ষিণ উপজেলার লালমাই বাজার এলাকায় বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় করার সময় তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের কাজে ব্যবহৃত দুটি রসিদ বই জব্দ করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতাররা র্দীঘদিন ধরে লালমাই বাজার এলাকায় বিভিন্ন পরিবহন থেকে ভয়ভীতি দেখিয়ে নিয়মিত চাঁদা আদায় করতেন। রাতেই তাদের সদর দক্ষিণ থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসময় তিনি বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পরিবহন চাঁদাবাজমুক্ত করার জন্য র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সদর দক্ষিণে চাঁদাবাজির সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। অভিযোগের ভিত্তিতে সকল চাঁদাবাজদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যাবস্থা নেয়া হবে।
আরো পড়ুনঃ