গাজী মামুন: কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ও দক্ষিণ ইউনিয়নের প্রায় তিনশত হতদরিদ্র হিন্দু পরিবারের মাঝে নিজ অর্থায়নে কাপড় ও লুঙ্গি বিতরণ করেন বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাছির উদ্দিন মির্জা।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে হিন্দুদের শারদীয় পূজা চলাকালীন সময়ে পূজা উদযাপন কমিটির হাতে হতদরিদ্র হিন্দুদের জন্য বস্ত্র সামগ্রী তুলে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি, বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আবদুল আউয়াল, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি মাছুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ ইমরান সুমন, সাংগঠনিক সম্পাদক নোমান হোসাইন, বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগ নেতা রুবেল হোসেন, ছাত্রলীগ নেতা কবির হোসেন, উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক আরজু, উপজেলা মৎস্যজীবী লীগ সদস্য সম্রাট তাজ, বাগমারা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাকিব হোসেন, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, নাহিম, বাপন, আবদুল্লাহ আল ইমন, ওমর ফারুক সহ অন্যান্যরা।
বিতরণ শেষে নাছির উদ্দিন মির্জা বলেন, ধর্ম যার যার উৎসব সবার। এরই ধারাবাহিকতায় আমি দীর্ঘ সাত বছর ধরে হতদরিদ্র হিন্দু পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করে আসছি। এছাড়াও আমি একই সময় ধরে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আযহাতেও আমার ইউনিয়নের প্রায় এক হাজারের অধিক হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করে থাকি। গত ঈদুল আযহাতেও আমি ইউনিয়নের হতদরিদ্র পরিবারের জন্য আলাদাভাবে একটি গরু জবাই করেছিলাম। এছাড়াও আমি প্রতি বছর ১০/১৫ জন গরীব মেধাবী পরিবারের সন্তানদের পড়ালেখার খরচ বহন করে থাকি। আপনাদের মধ্যে কোনো গরীব পরিবারের মেয়ে টাকার অভাবে বিয়ে দিতে না পারলে অথবা কোনো ছেলে-মেয়ে’কে পড়ালেখা করাতে না পারলে আমাকে জানাবেন আমি ইনশাআল্লাহ তাদের দায়িত্ব নেবো।