সচেতন হোন! দরজায় কড়া নাড়ছে করোনা! বিজয়পুরে এক যুবক আক্রান্ত!

নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জ ফেরত কুমিল্লা সদর দক্ষিণের রাজারখলা গ্রামের এক যুবক করোনা ভাইরাসে আক্রন্ত হওয়ার প্রমাণ মিলেছে। মঙ্গলবার দুপুর ১.৩০ টায় সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আশরাফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্যঃ ওই যুবক নারায়ণগঞ্জে এক গার্মেন্টসে চাকুরী করত। করোনার ভাইরাসে আক্রান্ত হয়ে নায়ারণগঞ্জে তার এক রুমমেট মারা যাওয়ার পর সে নিজ গ্রাম বিজয়পুর ইউনিয়নের রাজারখলায় চলে আসে এবং ওপেন চলাফেরা করেছে বলে জানায় স্থানীয় ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা।

এছাড়া
কুমিল্লা নতুন করে ৯জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আজ দুপুর দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহাদাত হোসেন। তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে জেলার তিতাস উপজেলায় ৩জন, দাউদকান্দি উপজেলায় ২জন, বুড়িচং উপজেলায় ১জন, সদর দক্ষিন উপজেলায় ১জন, ব্রাক্ষ্মনপাড়া উপজেলায় ১জন ও চান্দিনা উপজেলায ১জন রয়েছেন।

এর আগে জেলার বিভিন্ন উপজেলায় ৭ জন এ ভাইরাসে আক্রান্ত হয়। এর মধ্যে একজন মৃত্যু বরন করেন।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১