লালমাইয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

-প্রদীপ মজুমদার :

“দুর্নীতিকে না বলুন, আপনার অধিকার, আপনার দায়িত্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল কুমিল্লার লালমাই উপজেলায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা কমপ্লেক্স হলরুমে এ আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) নাসরিন আক্তার, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা: মোতাহার হোসেন ভূঁইয়া জুয়েল,সাধারণ সম্পাদক কামাল হোসেন, বাগমারা ২০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রওনক জাহান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আরিফ হাসনাত, সদর দক্ষিণ উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার,বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন, লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, প্রদীপ মজুমদার, সাংবাদিক ঐক্য ফোরাম লালমাই সভাপতি মনির হোসেন, গাজী মামুন দীলিপ সিংহ মেম্বার, এনায়েত মেম্বার, বিউটি রানী সিংহ মেম্বার, সাইদুল হক তিতু মেম্বার প্রমুখ।
বক্তব্যে বক্তারা বলেন দূর্নীতি একটি সামাজিক ব্যধি, এর থেকে উত্তরণের পথ হলো নিজে দূর্নীতি করবো না, কাউকে করতে দেবো না। নীতি হীন কাজই হচ্ছে দূর্নীতি, সকলে নিজ পরিবারকে দূর্নীতি মুক্ত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১