লালমাইয়ে ভূয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

কুমিল্লার লালমাইয়ে ডাক্তার না হয়েও নামের পাশে ‘ডাক্তার’ লিখে ১০ বছর ধরে রোগী দেখে ব্যবস্থাপত্র দিয়ে আসছিলেন সোহেল রানা নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর  ভ্রাম্যমাণ আদালতের একটি দল ও লালমাই থানা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে। এ সময় সোহেল রানা মেডিকেল হল সিলগালা ও ব্যবস্থাপত্রের সকল প্যাড জব্দ করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন আক্তার  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, চিকিৎসা বিষয়ে সোহেল রানার প্রাতিষ্ঠানিক কোনো ডিগ্রি না থাকলেও উপজেলার  ভূশ্চি বাজারে সোহেল রানা মেডিকেল হলে চেম্বার খুলে নিয়মিত রোগী দেখতেন তিনি। প্রতিদিন ৩০ থেকে ৪০ জন রোগী দেখে ব্যবস্থাপত্রও দিতেন ভ্রাম্যমাণ আদালতের কাছে তিনি স্বীকার করেছেন।
গত ১লা ডিসেম্বর সোহেল রানার ভুল চিকিৎসায় উপজেলার পরতী গ্রামের দিদারুল আলমের ছেলে সালমান( ৫) নামে এক শিশুর মৃত্যু হয়।
উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন আক্তার জানান, সম্পূর্ণ অবৈধভাবে ওই ব্যক্তি রোগী দেখে ব্যবস্থাপত্র দিচ্ছিলেন। যেসব ওষুধ সাধারণত বড়দের দেওয়া হয় না, তিনি সেসব অ্যান্টিবায়োটিক ওষুধ শিশুদের প্রেসক্রাইব করতেন। নামের আগে ডাক্তার শব্দটিও ব্যবহার করতেন। এসব কারণে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১