-অনলাইন ডেস্কঃ
কুমিল্লার লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাতের নিজস্ব তত্ত্বাবধানে ও জেলা প্রশাসনের নির্দেশনায় লালমাই উপজেলায় যেসব পরিবার লাইনে দাঁড়িয়ে খাদ্য সামগ্রী নিতে সংকোচ বোধ করছেন এমন মধ্যবিত্ত ও নিন্মবিত্তদের জন্য চালু করেছেন ‘হটলাইন’ এসএমএস।
উপজেলায় করোনার কারনে চলমান পরিস্থিতিতে অর্থনৈতিক সমস্যায় পতিত যে কেউ হটলাইনে ক্ষুদে বার্তা (এসএমএস) পাঠালেই সর্বোচ্চ গোপনীয়তার সাথে বিশেষ টিমের মাধ্যমে পৌঁছে দেয়া হচ্ছে ‘এই খাদ্য সহায়তা’।
লালমাই উপজেলা নির্বাহি কর্মকর্তা ইয়াসিন আরাফাত আজকের লালমাইকে বলেন,
সমাজে সন্মানিত অনেক মানুষ আছেন যারা অর্থ সংকটে সহ খুব সমস্যায় থাকলেও কাবরো কাছে সাহায্যের জন্য হাত বাড়ায় না। এমন মানুষদের জন্য হটলাইনে এসএমএসের মাধ্যমে খাদ্য সহায়তা চালু করেছি,
এসএমএস পাওয়া মাত্রই দ্রুত সময়ের মধ্যে আবেদন যাছাই-বাছাই করে এরই মধ্যে ২৫৫টি পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে,
করোনা মোকাবিলায় সকল বিত্তবানদের উচিৎ এই সকল অসহায়দের পাশে দাড়ানো।