ছাত্রলীগ নেতা রাব্বির ব্যতিক্রমী জন্মদিন উদযাপন!

 

-মানবতার টানে ছুটে যাব রক্তদানে এই শ্লোগানে অনুপ্রাণিত হয়ে অন্যরক ভাবে জন্মদিন পালন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন লালমাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি।

১৮ই আগষ্ট বৃহস্পতিবার ছিল ছাত্রলীগ নেতা রাব্বির ২৮ তম জন্মদিন এই দিনকে স্মরণীয় করে রাখতে ২৮ তম জন্মদিনে ২২ তম ও+( O+)পজিটিভ লাল ভালোবাসা দান করেন।


বৃহস্পতিবার ডাঃ কাউসার আহমেদ ও ডাক্তার রাশেদুল ইসলাম বাপ্পির তত্ত্বাবধানে বাগমারা বাজারস্থ
মা মেডিকেল সেন্টারে এক রক্তশূন্যতায় আক্রান্ত বৃদ্ধ মহিলাকে রক্ত দান করেন।


“আজকের লালমাই”কে আরিফুল ইসলাম রাব্বি বলেন, আগষ্ট আমাদের শোকের মাস এই মাসের যথাযোগ্য মর্যাদায় রক্ষায় কেক কেটে আনন্দ করার পরিবর্তে রক্তদানের মাধ্যমে ব্যাতিক্রম ভাবে জন্মদিন উদযাপন করছি এছাড়া রক্ত দানের প্রতি তরুনদের অনুপ্রেরণা যোগাতে আমার এই প্রচেষ্টা।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১